স্পোর্টস ডেস্ক:: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে উঠেছে অস্ট্রেলিয়া। এক নম্বরে থাকা ভারতকে তাই নেমে যেতে হয়েছে দ্বিতীয় স্থানে। সাদা পোশাকের র্যাঙ্কিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থান ছাড়া আর কোনো পরিবর্তন হয়নি।
ভারত টেস্টে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারালেও ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে। অস্ট্রেলিয়া র্যাঙ্কিংয়ে উঠেছে মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের কারণেই। গত বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানের বড় ব্যকবধানে হারিয়ে ছিলো প্যাট কামিন্সের দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতায় অস্ট্রেলিয়ার রেটিং ১২৪-এ উন্নীত হয়েছে। দুইয়ে নেমে যাওয়া ভারতের রেটিং ১২০। টেস্ট র্যাঙ্কিংয়ের তিনে থাকা ইংল্যান্ড। চার নম্বরে দক্ষিণ আফ্রিকা তাদের রেটিং পয়েন্ট ১০৩। পাঁচে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ৯৬।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

































Discussion about this post