স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে শুরুতে ভারতে খেলতে চায়নি পাকিস্তান। শেষ পর্যন্ত পিসিবি ম্যাচ ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে ছিলো আইসিসির কাছে। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি পাকিস্তানের অনুরোধ প্রত্যাখান করেছে। জানিয়ে দিয়েছে, নির্ধারিত ভেন্যুতই খেলতে হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের তিনটি ভেন্যু নিয়ে আপত্তি জানিয়ে ছিলো। আহমেদাবাদে ম্যাচ খেরতে চায় না পাকিস্তান। এ নিয়ে আইসিসির কাছে লিখিত চিঠিও দেয় দলটি। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়ে দিয়েছে, আয়োজক ভারত যে সূচি তৈরি করছে সেই সূচী অনুযায়ীই খেলতে হবে।
ভারতের খসড়া সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ হবে আহমেদাবাদে। তবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে আপত্তি জানায় পাকিস্তান। এছাড়াও অন্য দুটি ভেন্যু নিয়েও আপত্তি তুলে দলটি। আনুষ্ঠানিক সূচি প্রকাশ না হওয়ায় সেই দুই ভেন্যুর নাম জানা যায়নি।
তবে জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ম্যাচের ভেন্যু ব্যাঙ্গালুরু, চেন্নাই ভেন্যুতে পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান। আহমেদাবাদসহ এই তিন ভেন্যুতে আপত্তি জানায় পাকিস্তান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল পাকিস্তানের দাবিকে প্রত্যাখান করে জানিয়েছেন, ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। কেবল মাত্র নিরাপত্তা ইস্যু থাকলে সেটি বিবেচনা করা হতে পারে। তবে আয়োজক ভারত জানিয়েছে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post