স্পোর্টস ডেস্কঃ আসছে জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উইন্ডিজ সফরে যাচ্ছে ভারত। সেই সফরের জন্য আলাদা করে টেস্ট এবং ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিসিআই। টেস্ট দলে রাখা হয়েছে চমক। তবে সেরকম কোনো চমক নেই ১৭ সদস্যের ওয়ানডে দলে। ফেরানো হয়েছে কয়েকজন ক্রিকেটারকে।
ওয়ানডে দলে ফিরেছেন সঞ্জু স্যামসন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্যামসন মূলত সুযোগ পেয়েছেন লুকেশ রাহুলের ইনজুরিতে। এখনও সেরে উঠতে পারেননি রাহুল। যার ফলে আবারও ডাক পড়েছে স্যামসনের। দলে ইশান কিষাণের পর দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ধরা হচ্ছে তাকে।
এছাড়া ওয়ানডে দলে ফেরানো হয়েছে গতি তারকা উমরান মালিক ও জয়দেব উনাদকাটকে। গেল বছর অক্টোবরে সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঋতুরাজ গায়কোয়াদকেও ডাকা হয়েছে। অভিষেকের অপেক্ষায় থাকা মুকেশ কুমার টেস্টের সাথে ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন।
বিশ্বকাপকে মাথায় রেখে উইন্ডিজ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ শামিকে। নেই ওয়াশিংটন সুন্দরও। দলে স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। প্রত্যাশিতভাবেই এই সিরিজে অধিনায়ক রোহিত শর্মার সাথে সহ-অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে।
টেস্ট সিরিজ শেষে আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কেনিংটন ওভালে হবে প্রথম ম্যাচ। একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হবে ২৯ জুলাই। আর ১ আগস্ট সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ হবে ব্রায়ান লারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
উইন্ডিজের বিপক্ষে ভারতের ওয়ানডে দল
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াদ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও মুকেশ কুমার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post