স্পোর্টস ডেস্কঃ নেদারল্যান্ডসের বড় পরাজয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। রোববার ভারতের দেয়া ৪১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৫০ রানে আল আউট হয় ডাচরা। ১৬০ রানের বড় জয়ে অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করে স্বাগতিকরা।
শ্রেয়াস আইয়ার-লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ডাচদের সামনে জমা হয় রানের পাহাড়। সেই রান তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট খায় তারা। রানরেট অনুযায়ী খেলতে পারেননি কেউ। নিদামানুরু ৬ ছক্কা ও ১ চারে ৩৯ বলে ৫৪ রানে আউট হলে শেষ হয় ডাচদের ইনিংস। এঙ্গেলব্রেখটের ব্যাট থেকে আসে ৮০ বলে ৪৫ রান। এছাড়া কলিন অ্যাকারম্যান ৩২ বলে ৩৫ ও ম্যাক্স ও’ডাউড ৪২ বলে ৩০ রান করেন। এই ম্যাচে হাত ঘুরিয়ে একটি করে উইকেটও পান বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ ব্যাটিং প্রদর্শনী উপহার দেয় স্বাগতিকরা। রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাট থেকে উদ্বোধনী জুটিতে ১০০ রান আসে। গিল ৫১ রানে ফিরলে ভাঙে সেই জুটি। ৫৪ বলে ৬১ রান করে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়কও।
এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা কোহলি তিনে নেমে ফিফটির দেখা পান। ৫৬ বলে ৫১ রান করে আউট হন তিনি। এরপরই ডাচ বোলারদের ওপর চড়া হন আইয়ার ও রাহুল। দুর্দান্ত ব্যাটিংয়ে চতুর্থ উইকেটে ২০৮ রান যোগ করেন তারা। মাত্র ৬৪ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০২ রান করে আউট হন রাহুল।
রিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়া আইয়ার অপরাজিত থাকেন ৯৪ বলে ১২৮ রান করে। ওয়ানডে ইতিহাসে এবারই প্রথম ভারতের উপরের সারির পাঁচ ব্যাটার পেলেন পঞ্চাশোর্ধ ইনিংসের দেখা। নেদারল্যান্ডসের পক্ষে ৮২ রানে দুই উইকেট নেন ডি লিডে।
Discussion about this post