স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। ইনফর্ম টাইগারদের সামনে এবার শক্তিশালী ভারত। শুক্রবার সেমি ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। বল হাতে ভারতীয়দের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন পেসাররা।
দুবাইয়ে বাংলাদেশের মারুফ মৃধা দুর্দান্ত এক ইনসুইংয়ে পরাস্ত করেন ভারতীয় ওপেনার আদার্শ সিংকে। লেগ বিফোরের ফাঁদে পড়ে ২ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে মারুফের বলে সাজঘরে ফেরেন আরেক ওপেনার আর্শিন কুলকার্নি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১ রান।
ইনিংসের সপ্তম ওভারে এসে মারুফ উদয় শহারানকে ফেরান। ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর শচিন ধাসকে ফেরান ধৌলা বর্ষণ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৯ রান। বাংলাদেশের মারুফ নিয়েছেন ৩ উইকেট।
বাংলাদেশ একাদশ- মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, আশিকুর রহমান শিবলী, রোহানাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post