স্পোর্টস ডেস্ক:: টি-২০ বিশ্বকাপ নিয়ে বিপাকে পড়তে যাচ্ছে ভারত। ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়াও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে চিন্তিত। ভেতরে ভেতরে ভারতে এই সময়ে বিশ্বকাপ খেলা নিয়ে আপত্তি আছে এই দুই দলের। যদিও প্রকাশ্যে সেটি বলছে না তারা। তবে বিশ্বকাপ নিয়ে চিন্তিত দুই দল সেটি এরই মধ্যে গণমাধ্যমে এসেছে।
বাংলাদেশের বয়কট করা বিশ্বকাপ নিয়ে তাই মহা বিপাকে পড়েছে ভারত। আর এই বিড়ম্বনার কারণ ভারতে চলমান নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়া। ভারতে ছড়িয়ে পড়া মারাত্মক ও প্রাণ’ঘাতী এই ভাই’রাস নিয়ে পর্যবেক্ষণ করার ঘোষনা দিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন এমন ভাইরাস সংক্রমণ এলাকায় তাদের ক্রিকেটারদের পাঠাবেন কিনা সেটি বিবেচনা করছেন তারা। তিনি জানান, নিপা ভাই’রাস নিয়ে আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে এশিয়ার বিভিন্ন দেশে বিমানবন্দরে স্ক্রিনিং শুরু হয়েছে। বাটলার জানিয়েছেন, এই পরিস্থিতিকে অস্ট্রেলিয়া গুরুত্বের সাথে নিচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য আমাদের প্রোটকল পরিবর্তন করার পরামর্শ আপাতত নেই। ইতোমধ্যে এ সম্পর্কিত প্রোটকল রয়েছে। তবে আমরা এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।’ এ সময় তিনি এই ভাই’রাস নিয়ন্ত্রণে আসবে এমন আশাও ব্যক্ত করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































