স্পোর্টস ডেস্ক:: অবশেষে পাকিস্তান সরকারের মন গলেছে। বাবর আজম, রিজওয়ান, নাসিম শাহদের ভারত যেতে আর বাঁধা থাকলো না। বিশ্বকাপ খেলতে ভারত সফরে যেতে পারবে পাকিস্তান দল। দেশটির সরকার ভারত সফরে যেতে অনুমতি দিয়েছে ক্রিকেটারদের।
রাজনৈতিক বৈরিতায় এবং ভারতীয় দল বিভিন্ন সময়ে পাকিস্তানে এসে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে বাবর আজমদের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা জেগেছিলো। পাকিস্তান সরকারের অনুমতি মিলছিলো না ভারত সফরের জন্য। সেই শঙ্কা কেটে গেছে। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ক্রিকেটারদের সফরে যাওয়া নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে পাকিস্তান সরকার বলছে, ‘যেহেতু পাকিস্তান সরকার বিশ্বাস করে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানো অনুচিত, তাই ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে পাকিস্তান দলকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। পাকিস্তান বিশ্বাস করে, ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব কোনো মতেই যেন আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতার উপরে না পড়ে।’
এশিয়া কাপ খেলতে ভারত যে পাকিস্তানে যাচ্ছে না সেই খোঁচা দিয়ে বিবৃতিতে লিখা হয়েছে, ‘পাকিস্তানের এ সিদ্ধান্ত তাদের গঠনমূলক এবং দায়বদ্ধ মানসিকতারই প্রতিফলন। ভারত সেখানে একরোখা মানসিকতা নিয়ে বসে রয়েছে। যে কারণে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠাতে চায়নি।”
ভারতে থাকাকালীন ক্রিকেটারদের জন্য ‘কঠোর’ নিরাপত্তা ব্যবস্থা চেয়ে বিবৃতিতে পাকিস্তান লিখেছে, ‘পাকিস্তান ক্রিকেট দলে নিরাপত্তা নিয়ে গভীর চিন্তা রয়েছে সরকারের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতীয় সরকারকে এ ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানানো হয়েছে। আশা করা যায় ভারতে পা রাখার পর পাকিস্তান ক্রিকেট দলের জন্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/00
Discussion about this post