স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপের লড়াইয়ে অবশেষে ভারতও জিতলো, পাকিস্তানও জিতলো। তাতে করে এশিয়া কাপের আয়োজন ছড়িয়ে পড়লো দুই দেশে। পাকিস্তানের সঙ্গে যুক্ত হলো আরেকটি দেশ।
পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় ভারত, অন্য দিকে পাকিস্তানও আয়োজক স্বত্বা হারাতে রাজি নয়। ভারত না খেললে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার হুমকিও দিয়ে রেখেছিলো পাকিস্তান। দু্ই দেশের টানাটানিতে আরো একবার শঙ্কায় পড়ে এশিয়া কাপের আয়োজন।
পাকিস্তান হাইব্রীড মডেলের দিকে আগাতে থাকে। কিন্তুু সেখানেও আপত্তি আসে। পাকিস্তান চেয়েছিলো, ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব-আমিরাতে আয়োজন করতে, বাকী ম্যাচগুলো নিজেদের দেশে। কিন্তুু এই প্রচন্ড গরমে বিশ্বকাপের আগে সংযুক্ত আরব-আমিরাতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
শেষ পর্যন্ত তাই পাকিস্তান সম্মত হয় শ্রীলঙ্কাকে সহ-আয়োজক করতে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলও তাতে সম্মতি দিয়েছে। শ্রীলঙ্কায় গিয়ে খেলতে আপত্তি নেই ভারতেরও। তাই আশার আলো দেখা দিয়েছে এশিয়া কাপ নিয়ে।
পাকি্স্তানই থাকবে আয়োজক। লাহোরে হবে সবগুলো ম্যাচ। কেবল ভারতের ম্যাচগুলো অনুষ্টিত হবে শ্রীলঙ্কায়। ১৩ ম্যাচের এশিয়া কাপের ৪/৫টি ম্যাচ আয়োজন করবে শ্রীলঙ্কা। দুই দেশ এমন প্রস্তাবে রাজি হওয়াতে ভবিষ্যতেরও অনেক সমস্যা সমাধান হলো।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। সেখানেও যদি ভারত পাকিস্তানে গিয়ে খেলতে না চায়, তবে পিসিবি ভারতের ম্যাচগুলো অন্যদেশে আয়োজন করবে এবং বাকী ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করবে। এর বাইরে পাকিস্তানও ভারতে গিয়ে খেলবে বৈশ্বিক টুর্নামেন্টগুলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post