স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারল না পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হয়েছে ম্যাড়ম্যাড়ে। এশিয়া কাপে সুপার ফোর পর্বে পরাশক্তি পাকিস্তানকে বড় হারের লজ্জা দিয়েছে ভারত। কলম্বোয় সোমবার আগে ব্যাট করে ৩৫৬ রানের পাহাড় গড়ে রোহিত শর্মার দল। লক্ষ্য তাড়া করতে নেমে কুলদিপ যাদবের স্পিন ভেল্কিতে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ১২৮ রানে। ২২৮ রানের রেকর্ড গড়া জয়ে সুপার ফোর পর্ব শুরু করল টুর্নামেন্টের রেকর্ড শিরোপাধারীরা।
রোববার কলম্বোয় টস হেরে ব্যাট করতে নামে ভারত। সেদিন ম্যাচ মাঠে গড়ায় মাত্র ২৪.১ ওভার। এরপর হানা দেয় বৃষ্টি। রিজার্ভ ডে-তে ম্যাচের বাকি অংশ সোমবার হয়। তবে এদিনও বৃষ্টির প্রকোপে অনেকক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। এরপর ভারতকে বড় রানের ভিত্তি দেন রোহিত ও গিল। অভিজ্ঞ রোহিত ছয়টি চার ও চারটি ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন। তরুণ গিল ১০ চারের শটে ৫৮ রান করেন।
এরপর সেঞ্চুরি করেন তিনে নামা কোহলি ও ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরা রাহুল। বিরাট ৯৪ বলে ১২২ রানের হার না মানা ইনিংস খেলেন। নয়টি চার ও তিন ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরির সঙ্গে ১৩ হাজার রান পূর্ণ করেন তিনি। রাহুল ১০৬ বলে ১১১ রান করেন। তিনি ১২টি চার ও দুটি ছক্কা তোলেন। ভারত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ জমা করে।
জবাব দিতে নেমে পাকিস্তানও একটানা ব্যাট করতে পারে নি। বৃষ্টির হানায় বন্ধ ছিল ম্যাচ। তবে বৃষ্টির আগে শুরুটা ভালো হয় নি তাদের। দ্রুত ফিরে যান টপ অর্ডার ব্যাটাররা। দলের অবস্থা বেগতিক দেখে বৃষ্টি চেয়ে প্রার্থনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তিনি বলেন, ‘বৃষ্টির জন্য প্রার্থনা করছিলাম। ভাবছিলাম যে বৃষ্টি হয়ে যাক। জীবনটা বাঁচুক। তবে এভাবে আসলে হয় না। পাকিস্তান বেশ অপমানজনকভাবে হেরেছে। পাকিস্তান ১২৮ রানে অলআউট হয়েছে।’
শোয়েব আরও বলেন, ‘এটা খুবই আশঙ্কাজনক ব্যাপার। এত ভালো ব্যাটিং উইকেটে পাকিস্তান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত কেন নিল? আর এত ভালো দল ভারতকে ম্যাচে ফেরার সুযোগ কেন দিল? এই সিদ্ধান্ত আমার কাছে একটু অদ্ভুতই ঠেকেছে। এর ফলও এখন আপনারা দেখতে পাচ্ছেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post