স্পোর্টস ডেস্ক:: সাফ চ্যাম্পিয়নশিপের আগে কম্বোডিয়া পরীক্ষায় নামছে বাংলাদেশ। জামাল ভুঁইয়ারা ফিফা প্রীতি ম্যাচ খেলবেন দলটির বিপক্ষে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-কম্বোডিয়া ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ কোচ ক্যাবরেরা এই ম্যাচকে বলছেন ‘ইন্টারেস্টিং টেস্ট।’ ভারতের ব্যাঙ্গালুরুতে সাফ মিশনে নামার শিষ্যদের শেষ বার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন ক্যাবরেরা। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়াও প্রস্তুুতি ম্যাচটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। অধিনায়কের মতে- সাফের আগে কম্বোডিয়া ‘মূল পরীক্ষা’।
ম্যাচের আগের দিন বাংলাদেশ কোচ ক্যাবরেরা ভিডিওবার্তায় বলেন, , ‘এখানে চার-পাঁচ দিনের মতো প্রস্তুতি নিয়েছি। এর আগে ঢাকায় এক সপ্তাহের ট্রেনিং করেছি। আমরা প্রস্তুত। কম্বোডিয়া আসতে পারাটা আমাদের জন্য দারুণ অনুভূতির, গত সেপ্টেম্বরে আমরা এখানে এসেছিলাম এবং আমরা জানি সেসময় কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছিলাম। আগামীকালও তেমনই ম্যাচ হবে।’
সাফের আগে কম্বোডিয়া ম্যাচটি গুরুত্বপূর্ণ মন্তব্য করে ক্যাবরেরা বলেন, ‘আমরা ভাগ্যবান যে, এখানে ট্রেনিংয়ের জন্য ভালো মাঠ পেয়েছি এবং টিফি আর্মির বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কালকের ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কম্বোডিয়ার মতো মানসম্পন্ন দলের বিপক্ষের ম্যাচটি আমাদের সাফের জন্য পারফেক্ট প্রস্তুতির উপলক্ষ।’
কালকের ম্যাচ ‘মূল পরীক্ষা’ মন্তব্য করে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘দশ দিন ধরে যেভাবে আমরা ট্রেনিং করেছি, প্রস্তুতি নিয়েছি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু এখানে এসে আমরা স্থানীয় একটি দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি, যেটা আমাদের জন্য ভালো বিষয় ছিল, ভালো পরীক্ষা ছিল, কিন্তু আগামীকাল মূল পরীক্ষা, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post