স্পোর্টস ডেস্কঃ ক্রোয়েশিয়ার স্বপ্ন ভেঙে উয়েফা নেশন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ২০১২ সালের পর প্রথম কোনো শিরোপা জিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। টাইব্রেকারে বাজিমাত করে স্প্যানিশরা। গোলরক্ষক উনাই সিমোনের অসাধারণ নৈপুণ্যে ক্রোয়াটদের হারিয়ে প্রথমবারের মতো নেশন্স লিগের শিরোপা জিতল তারা।
রটারডামে নির্ধারিত ১২০ মিনিটের লড়াই গোলশূণ্যভাবে শেষ হওয়ার পর গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে ৫-৪ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় স্পেন। নেশন্স লিগ দিয়ে কেউ কেউ ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচের আন্তর্জাতিক ফুটবলের শেষ দেখে ফেলছেন। কোচ জ্লাতকো দালিচ অবশ্য অভিজ্ঞ এই মিডফিল্ডারকে দেখতে চান আগামীতেও।
দালিচ বলেন, ‘মদ্রিচ বলেছে, সে টুর্নামেন্টের পর নিজের সিদ্ধান্ত জানাবে, এটি ন্যায্য। (ফাইনালে) সে দুর্দান্ত খেলেছে, আমরা লুকাকে খেলা চালিয়ে যেতে দেখতে চাইব। সে একজন দারুণ খেলোয়াড় এবং আমি আশা করি সে লম্বা সময় ধরে আমাদের সঙ্গে থাকবে।’
এদিকে ক্রোয়েশিয়ার সংবাদমাধ্যম ‘ইউতারনি লিস্ট’ আগেই জানিয়েছিল, নেশন্স লিগের ফাইনালের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন মদ্রিচ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সে কথাটা বলার সময় এখন নয়। মদ্রিচ বলেছেন ‘সিদ্ধান্তটা আমি চূড়ান্ত করেছি। কিন্তু এখন কিছু বলব না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post