নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডকে হারিয়ে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটাও দুর্দান্ত করল বাংলাদেশ। প্রথম টেস্টে খেলতে নেমেই সর্বশেষবারের চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছেন নাজমুল হাসান শান্তরা। জয়টি আবার ঘরের মাঠে কিউইদের বিপক্ষে প্রথম। এ নিয়ে টানা তৃতীয় টেস্টে জয় পেল বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।
গত বছর জানুয়ারিতে বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্টে হারিয়েছিল। মাউন্ট মঙ্গুনাইয়ের সেই স্মরণীয় টেস্টজয়ী দলের সদস্য ছিলেন শান্ত। এবার সিলেট টেস্টে তো অধিনায়কত্বই করলেন। দুটি জয়ের মধ্যে কোনটিকে এগিয়ে রাখবেন তিনি? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে শান্ত কোনোটাই বেছে নেননি! বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘দুইটাই। টেস্ট যে কোনো দলের বিপক্ষে যে কোনো সময় জিততেই ভালো লাগে।’
এর আগে ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক শান্তর মুখে হাসি লেগেছিল। আর সেটা থাকাই স্বাভাবিক। জয়ের অনুভূতি প্রকাশে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘কৃতিত্ব সব খেলোয়াড়ের, বিশেষ করে তাইজুল, নাঈম, শরীফুল ও মেহেদীর। সবাই ম্যাচটি উপভোগ করেছে। আমরা ফল নিয়ে ভাবিনি। তরুণ হিসেবে এটা ছিল আমাদের জন্য দলকে জেতানোর সুযোগ। প্রথম ইনিংসে আমরা আরও ৫০ রান বেশি করতে পারতাম। তবে বোলাররা দারুণ করেছে। পরের ম্যাচে ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে। এখানে অধিনায়কত্ব করতে পারার সুযোগ পাওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। কাজ কেবল অর্ধেক শেষ হলো। সবাই এখন পরের টেস্টে তাকিয়ে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post