স্পোর্টস ডেস্ক:: বড় বড় ক্লাবগুলোর লড়াইয়ে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদই জিতলো। মাত্র ১৭ বছর বয়সে আর্জেন্টিনার ‘নেক্সট মেসি’ খ্যাত ফ্রাস্কো মাস্তানতুয়োনোর পেছনে ছুটেছে বড় বড় ক্লাবগুলো। পায়ের জাদুতে বিশ্বকে মুগ্ধ করেছেন, আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার হিসেবে খেলেছেন আন্তর্জাতিক ম্যাচ।
মাস্তানতুয়োনোকে দলে নেওয়ার লড়াইয়ে বিশ্বের বড় বড় ক্লাবগুলো ছিলো। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে এই তারকাকে রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছে ৪ কোটি ৫০ লাখ ইউরোতে। ২০১১ সালে রিভার দি আজুলের বয়সভিত্তিক দল দিয়ে ফুটবল ক্যারিয়ার শুরু মাস্তানের। ২০১৮ সাল পর্যন্ত দি আজুলেই ছিলেন তিনি।
এরপরই রিভার প্লেটে নাম লেখান ২০১৯ থেকে্। ২০২৪ সাল পর্যন্ত ক্লাবটির বয়স ভিত্তিক দলে খেলেন। গত বছরই রিভার প্লেটের মূল দলের হয়ে অভিষেক ঘটে তার। এরপর থেকে আর পেছনে ফিরে থাকাতে হয়নি। রিভার প্লেটের হয়ে জেতেন আর্জেন্টাইন সুপার কাপ।
মাস্তানতুয়োনোর পায়ের জাদু মন কাড়ে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনির। গত ৬ জুন চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাত্র ১৭ বছর ৯ মাস ২২ দিন বয়সে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে নাম লেখান তিনি। ওই ম্যাচে মাত্র কয়েক মিনিট খেলেই মন জয় করেন সমর্থকদের। রিভার প্লেটের হয়ে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোলেরও রেকর্ড করেন তিনি।
আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলার হয়ে ক্লাব বদল করেছেন ১৭ বছরের এই বিস্ময় বালক।
আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে দল বদলে সবচেয়ে দামি ফুটবলার হলেন মাস্তানতুয়োনোই। ট্রান্সফার ফির হিসাবে আর্জেন্টিনা থেকে দলবদল করা ফুটবলারদের মধ্যে এর আগে ২০২২-২৩ মৌসুমে রিভার প্লেট থেকে এনজো ফার্নান্দেজ বেনফিকায় যোগ দিয়েছিলেন ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার ইউরো ট্রান্সফার ফি-তে। এবার মাস্তানতুয়োনো চার কোটি ৫০ লাখ ইউরোতে দল বদল করলেন।
রিভার প্লেট এক বিবৃতি জানিয়েছে, চুক্তিটা ৬ কোটি ৩২ লাখ ইউরোর! রিভার প্লেট পাবে ৪ কোটি ৫০ লাখ ইউরো। বাকী টাকা মাস্তানতুয়োনোর রিলিজ ক্লজই ছিল। রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত ছয় বছরের চুক্তি মাস্তানতুয়োনোর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































