স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে যোগ দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে বর্তমান চুক্তির মেয়াদ। এরপর গুঞ্জন ওঠে, সৌদি আরবের আল হিলাল বা সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরবেন মেসি। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্লাব মিয়ামিকেই বেছে নিলেন তিনি।
আল হিলাল ছাড়াও ইউরোপের একটি ক্লাব থেকে প্রস্তাব ছিল জানিয়ে মেসি বললেন, মানসিক শান্তির জন্য ইন্টার মিয়ামিকে বেছে নিয়েছেন। বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘অর্থ আমার জন্য কখনোই বড় ব্যাপার ছিল না। তাহলে তো সৌদি আরবেই যেতে পারতাম।’
মেসি আরও বলেন, ‘আমি ইন্টার মিয়ামিতে খেলার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপ জেতার পর এবং বার্সেলোনায় ফেরার সম্ভাবনা ভেস্তে যাবার পর ফুটবলকে একটু ভিন্নভাবে উপভোগ করতে চাই। চাই মনের শান্তিতে খেলতে। সেজন্যই এমএলএসে যাওয়া।’
‘আমি সত্যিই বার্সেলোনায় ফিরতে চেয়েছিলাম। স্বপ্ন দেখেছিলাম। তবে দুই বছর আগে যা হয়েছে, সেই একই পরিস্থিতিতে আবার পড়তে চাইনি। নিজের ভবিষ্যৎ অন্যদের হাতে তুলে দিতে চাইনি… নিজের ও পরিবারের কথা ভেবে সিদ্ধান্ত নিজেই নিতে চেয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post