স্পোর্টস ডেস্ক:: অস্ট্রেলিয়া ক্রিকেটের বড় তারকা ডেভিড ওয়ার্নার। ব্যাট-বল হাতে সময়টা খুব খারাপ যাচ্ছে না। অ্যাশেজে এজবাস্টন টেস্টের পর দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে বড় একটা সুখবরই পেলেন তিনি।
আদালতের রায়ে জিতেছেন ৩ কোটি টাকারও বেশি। স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে পাওনা আদায়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত তার পক্ষে রায় দিয়ে ৪ লাখ ২২ হাজার অস্ট্রেলিয়ান ডলার পরিশোধ করতে বলেছেন স্পার্টানকে।
স্পার্টান ২০১৮ সালে স্পন্সরের চুক্তি করেছিলো ডেভিড ওয়ার্নারের সঙ্গে। একই সঙ্গে ভারতীয় কিংবদন্তী শচীন টেন্ডুলকারসহ আরো কয়েকজনের সাথে স্পন্সরের চুক্তি করে প্রতিষ্ঠানটি। অজি তারকা ২০২১ সালে এই প্রতিষ্ঠানে সঙ্গে তার স্পন্সরের চুক্তি বাতিল করেন। কিন্তুু প্রতিষ্ঠানটি তার পাওনা আদায় করেনি।
শেষ পর্যন্ত ওয়ার্নার আদালতে মামলা করেন। মামলার রায়ে সিডনির জেলা আদালত ওয়ার্নারকে ৪ লাখ ২২ হাজার ৭২৭ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধের রায় দেন। বিচারক ম্যাথু ডিকার স্পার্টান স্পোর্টসের মালিক দুই কোম্পানি স্পার্টান স্পোর্ট করপোরেশন ও এসএস ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়াকে এ অর্থ ওয়ার্নারকে দিতে আদেশ দেন।
রায়ে পাওনা বাবদ ওয়ার্নারের ৩ লাখ ৮২ হাজার ৯৪০ অস্ট্রেলিয়ান ডলারের পাশাপাশি আরো ৩৯ হাজার ৭৮৬ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধের আদেশ দিয়েছেন আদালতের বিচারক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post