স্পোর্টস ডেস্কঃ দলবদলে বড় চমক দিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই সম্পন্ন হয়নি। চলতি জুন পর্যন্ত প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে চুক্তি রয়েছে মেসির।
সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তি করবেন মেসি। তবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দলবদলের আনূষ্ঠানিকতা শুরু হবে আগামী ৫ জুলাই থেকে। এরপরই নতুন চুক্তি করতে পারবেন তিনি। যুক্তরাষ্ট্রের ক্লাবে মেসির বেতন কী হবে, কী ধরনের চুক্তি হবে, তা অজানা ছিল সবার।
এর মাঝেই সংবাদ মাধ্যম স্পোর্টিকো জানিয়েছে, ইন্টার মায়ামির সাথে আড়াই বছরের জন্য চুক্তি করছেন মেসি। ২০২৬ সাল পর্যন্ত সেই চুক্তির ঐচ্ছিক শর্তও থাকবে। এই আড়াই বছরে মেসি ক্লাব থেকে বেতন ও সাইনিং বোনাস বাবদ ১৫০ মিলিয়ন মার্কিন ডলার পাবেন। চুক্তিতে অবসরের পর ইন্টার মায়ামির অংশীদার হওয়ার সুযোগও থাকবে।
যদিও এগুলো শুধুমাত্র চুক্তির অংশ হিসেবে থাকবে। এর বাইরেও আরও অন্যান্য দিক দিয়ে আর্থিক সুবিধা পাবেন মেসি। অ্যাপল, এডিডাস ও ফ্যানাটিকসের মতো ব্র্যান্ডগুলো থেকে রেভিনিউ শেয়ার পাবেন। যদিও সেই রেভিনিউ থেকে কত আয় হবে, কীভাবে আয় হবে, সেটা নিয়ে কোনো ধারণা দিতে পারেনি গণমাধ্যমটি। এটি নিয়ে কাজ এখনও চলমান আছে বলে জানাচ্ছে স্পোর্টিকো। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের লিগে মেসির খেলার সবচেয়ে আকর্ষণীয় দিক সেটিই হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post