স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। রোববার ব্যাঙ্গালোরের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ১৭ মিনিটে গোল করেন মালদ্বীপের হামজা মোহামেদ। অবশ্য প্রথমার্ধেই ওই গোল শোধ করে ম্যাচে ফেরে বাংলাদেশ।
ম্যাচের ৪২ মিনিটে গোল করেন বাংলাদেশ দলের রাকিব হোসাইন। এরপর দ্বিতীয়ার্ধে গোল করেন ডিফেন্ডার তারিক কাজী। তার ৬৭ মিনিটে করা গোলে লিড নেয় হাভিয়ের কাবরেরার দল। ৯০ মিনিটে ব্যবধান ৩-১ করে ফেলেন বদলি নামা বাংলাদেশ মিডফিল্ডার শেখ মোরসালিন। তার গোলেই দাপুটে জয়ে মাঠ ছাড়ে বেঙ্গল টাইগাররা।
ম্যাচ শেষে বাংলাদেশ কোচ কাবরেরা বলেন, ‘দুর্দান্ত অর্জন। আমরা সবাই জানি, ৩ পয়েন্ট পাওয়া আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচটি আমরা এক পয়েন্ট পাওয়ার জন্য খেলতে পারতাম না। কেননা, এক পয়েন্ট আমাদের জন্য যথেষ্ট ছিল না। আমরা জানতাম, আমাদেরকে শক্তিশালী এবং খুবই আগ্রাসী হতে হবে এবং আমরা সেটাই হয়েছি।’
জয়ের কৃতিত্ব শিষ্যদের দিচ্ছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ কাবরেরা, ‘প্রথম গোলটি খাওয়ার পর বিষয়গুলো আগের মতো ছিল না। ছেলেরা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল। এই জয়ের পুরো কৃতিত্ব তাদের। বিরতির সময় ড্রেসিংরুমে ফিরে ছেলেরা আরও বেশি নিজেদের মেলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল এবং জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম আমিও।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post