স্পোর্টস ডেস্ক:: এবারের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পেলো জামাল ভুঁইয়ারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে মালদ্বীপকে ৩-১ ব্যবধানে হারিয়েছে জামাল-তারিক কাজীরা।
নিজেদের প্রথম ম্যাচে লেবাননের কাছে হেরেছিলো বাংলাদেশ। ভালো খেলেও শেষের ভুলে লেবাননের বিপক্ষে জেতা হয়নি। তবে দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
সাফের পরবর্তী রাউন্ডে যেতে হলে ম্যাচটি জয়ের বিকল্প ছিলো না বাংলাদেশের। অথচ শুরুতেই পিছিয়ে পড়ে জামাল ভুঁইয়ারা। ম্যাচের ১৭তম মিনিটে হামজা মোহাম্মদের গোলে লিড নেয় মালদ্বীপ। ১-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ সমতায় ফেরে প্রথমার্ধের শেষ দিকে।
ম্যাচের ৪২তম মিনিটে রাকিবুল হাসান স্বস্তি ফেরান বাংলাদেশ শিবিরে। তার করা গোলেই স্কোর লাইন ১-১ করে বাংলাদেশ। প্রথমার্ধে আর লিড নিতে পারেনি কোনো দল। ১-১ গোলের সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর কুড়ি মিনিটের মাথায় লিড নেয় বাংলাদেশ। আগের ম্যাচে ভুল করে দলকে গোল হজম করানো তারিক কাজী এবার ভুলের প্রায়শ্চিত্ত করেন। ম্যাচের ৬৭তম মিনিটে তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
লিড ধরে রেখেই খেলতে থাকে বাংলাদেশ। মালদ্বীপ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দুর্দান্ত খেলা বাংলাদেশের কারণে সেটি আর হয়নি। উল্টো শেষ দিকে আরেকটি গোল হজম করে দলটি। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে তরুণ মোরসালিনের দারুণ এক গোলে বাংলাদেশ ব্যবধান ৩-১ করে ফেলে।
পিছিয়ে পড়া মালদ্বীপ অতিরিক্ত সময়ে আর ব্যবধানে কমাতে পারেনি। ৩-১ গোলের জয় নিয়েই পরবর্তী রাউন্ডের আশা বাঁচিয়ে রাখে মাঠ ছাড়ে জামাল ভুইয়ারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post