স্পোর্টস ডেস্কঃ সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার জাভিয়ের মাশচেরানো জাতীয় দলের কোচ হতে পারেন বলে আশাবাদী লিওনেল স্কালোনি। যদিও সেটি প্যারিস অলিম্পিকের জন্য। বর্তমানে অনূর্ধ্ব-২৩ বয়সী আলবিসেলেস্তে ফুটবলাররা লাতিন অঞ্চল থেকে অলিম্পিকের বাছাইপর্বে অংশ নিচ্ছেন। ১০ দলের এই প্রতিযোগিতা থেকে ২০২৪ প্যারিস অলিম্পিকের টিকিট পাবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল। সেখানে খেলার জন্য আর্জেন্টিনার জায়গা চূড়ান্ত হলে, সেখানে কোচিং করাতে দেখা যাবে মাশচেরানোকে। যেখানে তার অধীনে অলিম্পিকে খেলার সম্ভাবনা রয়েছে লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়ার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘(অলিম্পিকে) কোচিংয়ের দায়িত্ব তার (মাসচেরানো) ওপর যেতে পারে। আশা করি তারা (আর্জেন্টিনা দল) সেই যোগ্যতা অর্জন করবে এবং প্রাক-অলিম্পিকে উত্তীর্ণ হবে। যেখানে আমি জাভিকে (জাভিয়ের মাসচেরানো) কোচ হিসেবে চাই। একইসঙ্গে আনহেল ও লিও’র বিষয়টাও বিবেচনায় রয়েছে, বিশেষত প্রায় কাছাকাছি সময়ে অলিম্পিক গেমস ও কোপা আমেরিকায় অংশ নেওয়াটা সহজ হবে না। যখন সঠিক সময় আসবে, তখন এ নিয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া হবে। তবে কোচ হিসেবে জাভিই থাকছে নিশ্চিত!’
এদিকে ২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব পাওয়া স্কালোনি ইতিহাস গড়েন। দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে বড় ট্রফি জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা ২০২১ কোপা আমেরিকা জিতে। এরপর তো ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা জিতে নেয় ২০২২ বিশ্বকাপ। আগামী ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে স্কালোনির দল। এই কোচের অধীনে এবারের কোপা আমেরিকায়ও খেলবেন মেসিরা। যদিও গত নভেম্বরে এক সংবাদ সম্মেলনে স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে যাওয়ার ইংগিত দিয়েছিলেন। তবে এখনই সরছেন না তিনি, নিজেই নিশ্চিত করেছেন স্কালোনি।
Discussion about this post