স্পোর্টস ডেস্ক:: সফরকারী দক্ষিণ আফ্রিকা ইর্মাজিং দলের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ ইর্মার্জিং দল। ম্যাচ সেরা মাহফিজুলের ব্যাটে স্বাগতিক বাংলাদেশ সফরকারী প্রোটিয়াদের তিন উইকেটে হারিয়েছে।
আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা কনর ইস্টারথুইজেন ও আন্দিলে সিমেলানের ব্যাটে ভর করে ৩০১ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ মাহফিজুল ইসলাম ও আকবর আলীদের ব্যাটে সাত উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল কনর ইস্টারথুইজেন ও আন্দিলে সিমেলানের ব্যাটে ৮ উইকেটে ৩০১ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৭১ রান করেন কনর ইস্টারথুইজেন। ৬৯ বলের ইনিংসে তিনি চারটি চার ও তিনটি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান করেন আন্দিলে সিমেলান। ৩৯ বলের ইনিংসে সাত চার ও তিনটি ছক্কা হাঁকান। এছাড়াও ৩৫ রান করেন প্রিন্স।
বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ৩টি ও আহরার আমিন ২টি করে উইকেট লাভ করেন।
৩০২ রানের টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশ ওপেনার মাহফিজুল ইসলাম ও আকবর আলীদের ব্যাটে সাত উইকেট হারিয়ে ৩০২ রান তুলে। ম্যাচ সেরা মাহফিজুল ৮৯ বলে ৮৭ রান করেন। আট চার ও দুই ছক্কায় সাজান নিজের ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন আকবর আলী। ২৪ বলের ইনিংসে চারটি চার ও দু’টি ছক্কা হাঁকান। ৩৬ রান এসেছে আরিফুল ইসলামের ব্যাট থেকে। ৩১ রান করেছেন জিসান আলম।
দক্ষিণ আফ্রিকা ইর্মাজিং এন্ডিলে ও হেডার্ন ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০