নিজস্ব প্রতিবেদক:: অবশেষে বিপিএলের আলোচিত ট্রফির দেখা মিলেছে। মিরপুরের হোম অব ক্রিকেটে ফাইনালের আগে হেলিকপ্টার থেকে নেমেছে ট্রফি। ২৫ লাখ টাকা মূল্যের ট্রফিকে পুরো মাঠ ঘুরিয়ে দর্শকদের দেখানো হয়েছে।
শিরোপার লড়াইয়ে রাজশাহী ওয়ারিওয়ার্সকে আগে ব্যাট করতে হচ্ছে। চট্টগ্রাম রয়্যালস টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। অভিনব কায়দায় মাঠে নিয়ে আসা হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের ট্রফি। লাল কাপড়ে ঢাকা ট্রফিটি হেলিকপ্টার থেকে মাঠে নামান যুব দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। এরপর মাঠে একটি ট্রফি কেসের উপরে রাখা হয় সেটি। দুই পাশে অধিনায়ক দাঁড়িয়ে ফটোসেশন করেন।
২৫ লাখ টাকা খরচ করে হীরকখচিত ট্রফি এনেছে বিসিবি। দুবাই থেকে এই ট্রফি প্রস্তুত করা হয়েছে৷ আলোচিত ট্রফিটি নিয়ে অনেক গুঞ্জন উঠেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনাল ম্যাচ শুরুর আগ পর্যন্ত ট্রফি প্রকাশ্যে আনেনি। ফাইনাল শুরুর ঘন্টা দেড়েক আগে ট্রফি এনেছে বোর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































