স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ সফররত সাউথ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দলের সদস্যের সাথে চার দিনের ম্যাচ চলাকালে হাতাহাতির ঘটনা ঘটেছে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইর্মাজিং দল ও সাউথ আফ্রিকা ইর্মাজিং দলের চার দিনের আন অফিসিয়াল টেস্টে এই ঘটনা ঘটেছে।
ম্যাচটিতে বাংলাদেশ টস জিতে ব্যাটিং করছে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ইনিংসের ১০৫তম ওভারের প্রথম বলে বাংলাদেশের ব্যাটার রিপনের সাথে তর্কে জড়ান সাউথ আফ্রিকার এক ক্রিকেটার।
রিপনের দিকে তেড়ে আসেন প্রোটিয়া ক্রিকেটার। তার হেলমেট ধরে টানাটানি করেন করেন। এসময় বেশ আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায় সফরকারী ক্রিকেটারদের। অবস্থা বেগতিক দেখে দুই আম্পায়ার দৌড়ে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। তবুও যেনো শান্ত হচ্ছিলেন না প্রোটিয়া ক্রিকেটাররা।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দু্ই দলের ক্রিকেটারদের এমন মারামারির ঘটনায় অবাক হয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। প্রোটিয়া ক্রিকেটারের এমন আক্রমণাত্মক আচরণ, বাংলাদেশের ক্রিকেটারের দিকে তেড়ে এসে হেলমেট ধরে টানাটানির ঘটনায় চলছে তোলপাড়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০