স্পোর্টস ডেস্ক:: ক্যারিয়ারের শেষ বেলায় সাকিব আল হাসান। একটা সময় তাকে থেমে যেতে হবে। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে হবে। সাকিব পরবর্তী সময়ে কে বাংলাদেশকে ব্যাটে-বলে নেতৃত্ব দেবেন? প্রতিপক্ষ উড়িয়ে দেবেন ব্যাট-বল হাতে এনিয়ে প্রায় সময়ই আলোচনা হয় টাইগার ক্রিকেটে।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ভবিষ্যতের সাকিব দেখছেন মেহেদী হাসান মিরাজের মধ্যে। পাকিস্তান সিরিজে দুজনেই বল হাতে অবদান রেখেছেন। মিরাজতো ব্যাট হাতেও রীতিমতো অসাধ্য সাধন করেছেন। দুই টেস্টের সিরিজে সাকিব আল হাসান পেয়েছেন ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজ দুই টেস্ট মিলিয়ে নিয়েছেন ১০ উইকেট।
পাকিস্তান সিরিজে মিরাজ প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ১৭৯ বলে করেছেন ৭৭ রান। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬ রানে ৬ উইকেট হারানোর পর রীতিমতো অসাধ্য সাধন করেন।লিটন দাসের সঙ্গে জুটি বেঁধে তুলেছেন রেকর্ড ১৬৫ রান। আউট হওয়ার আগে ১২ চার ও ১ ছয়ে ১২৪ বলে করেছেন ৭৮ রান।
মিরাজকে তাই ভবিষ্যতের সাকিব বলছেন হাথুরুসিংহে। চেন্নাইয়ে মিরাজ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার কাছে সে গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। সত্যিকার অর্থেই সে (ভবিষ্যতে) সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা, সেই বোলিংয়েরও উন্নতি ঘটিয়েছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি ঘটিয়েছে। সে অসাধারণ এককজন ফিল্ডারও।’
সাকিবে মুগ্ধ হাথুরুসিংহে বলেন ‘যখনই সে দলে থাকে, বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা রাখে। যেভাবে আমরা দলে ভারসাম্য আনতে চাই, সে থাকলে সেই কাজটা অবশ্যই সহজ হয়ে যায়। আমরা যে একজন বাড়তি বোলার বা একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাই, সেটা তার অলরাউন্ড সামর্থ্যের জন্যই পারি। সে শুধু ওই সমন্বয়টাই সহজ করে না, নিজের বিশাল অভিজ্ঞতাটাও যোগ করে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































