স্পোর্টস ডেস্কঃ দিন কয়েক আগেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। যদিও ইউরোপ শ্রেষ্ঠত্বের শেষ ধাপে এসে হার দেখতে হয় ইন্টার মিলানকে। সেই হারের সঙ্গী হয়েছিলেন এডিন জেকো। একরাশ হতাশা নিয়েই ইন্টার মিলানের জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেলেছিলেন জেকো।
কেননা এবার ইতালিয়ান ক্লাবটি ছেড়ে যাচ্ছেন এই ৩৭ বছর বয়সী ফুটবলার। নতুন ক্লাবে যুক্ত হচ্ছেন জেকো। এই ফরোয়ার্ড নতুন অধ্যায় শুরু করতে যোগ দিচ্ছেন ফেনারবাচেতে। ফ্রি ট্রান্সফারে তাকে দলে নিচ্ছে তুরষ্কের ক্লাবটি।
ইন্টার মিলানের সাথে দুই বছরের চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হবে চলতি জুন মাসেই। এরপরই ইস্তাম্বুলের ক্লাব ফেনারবাচের সাথে নতুন করে দুই বছরের জন্য চুক্তি করবেন বসনিয়া ও হার্জেগোভিনার ফুটবলার জেকো। নতুন মৌসুমে ক্লাবটির হয়ে নতুন যাত্রা শুরু করবেন।
এর আগে ২০২১ সালে আরেক ইতালিয়ান ক্লাব রোমা থেকে ইন্টারে যোগ দিয়েছিলেন জেকো। মিলানের ক্লাবটির হয়ে ১০১ ম্যাচ খেলে ৩১টি গোল করেছেন। ক্লাবটির হয়ে জিতেছেন দুটি করে ইতালিয়ান সুপার কাপ ও কোপা ইতালিয়ার শিরোপা।
এর আগে ভলফসবুর্গের হয়ে বুন্দেসলিগা ও ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছিলেন, দেখা পেয়েছিলেন শিরোপার। ক্লাব ক্যারিয়ারে তিনশ’র বেশি গোল করেছেন, আর জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচে করেছেন ৬৪ গোল। বসনিয়া ও হার্জেগোভিনার ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোল জেকোরই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post