স্পোর্টস ডেস্কঃ ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে জর্ডান। মঙ্গলবার দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠেছে তারা। এশিয়ান কাপের দুইবারের চ্যাম্পিয়নদের ২–০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে জর্ডান।
ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে যাওয়ার পর দক্ষিণ কোরিয়ার সমর্থকদের বেদনার আগুনে ঘি ঢেলেছে কোচের হাসিমুখ। ম্যাচ শেষে খেলোয়াড়রা যখন কাঁদছিলেন, তখন হাসিমুখে ছিলেন দলটির কোচ ইয়ের্গেন কিন্সম্যান। এরপর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে সেসবকে পাত্তাই দিচ্ছেন না কোচ।
কিন্সম্যান বলেন, ‘ম্যাচ যখন শেষ হয়, আমি অন্য দলের কোচকে সবসময়ই অভিনন্দন জানাই হাসিমুখে। এটাই তো উচিত। ব্যক্তিগতভাবে আমি তাকে শুভেচ্ছা জানাতেই পারি। এটা বড় কোনো ব্যাপার নয়। এমন তো নয় যে আমি হাসিমুখে ঘুরে বেড়াচ্ছি ও মাঠের নানা জায়গায় যাচ্ছি।
কিন্সম্যান আরও বলেন, ‘আমাদের ম্যাচ হেরে যাওয়ার কারণ আছে এবং সেই কারণগুলি মেনে নিতেই হবে। প্রতিপক্ষ দল মাঠে নিজেদেরকে মেলে ধরেছে আমাদের চেয়ে বেশি। আমরা যদি এটা বলি, তাহলে সেই সম্মানও তাদেরকে দেওয়া উচিত। একটা দলের টুর্নামেন্ট কেমন কেটেছে, সেটির দায় অবশ্যই কোচের। পুরোপুরিই। আমাদের লক্ষ্য ছিল ফাইনালে খেলা এবং আমরা তা করতে পারিনি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post