স্পোর্টস ডেস্ক:: সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা জানাচ্ছে বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিশেষ এই উপহার দিচ্ছেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটাররা। উপহারের সংখ্যাটা ১০ লাখ টাকা।
যদিও বিসিবি আনুষ্ঠানিক ভাবে এমন কোনো তথ্য প্রকাশ করেনি। তবে জানা গেছে, বোর্ড সভাপতির ইচ্ছেতেই এমন বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে এই ক্রিকেটাররা। আনুষ্ঠানিক ভাবে প্রচার করলে অন্য ক্রিকেটাররাও এমন উপহার চাইতে পারেন, বোর্ড তাই বিষয়টি গোপনই রাখছে।
সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওযা সাক্ষাৎকারে নাজমুল হাসান পাপন জানিয়ে ছিলেন, মুশফিকুর রহিম একদিন তাকে বলেছেন, তাকে কোনো দিন কোনো পুরস্কার দেওয়া হয়নি। বিসিবি সভাপতি পাপন বলেন,‘মুশফিক আমাকে একদিন খেলা শেষ করে বলছিল, আপনি আমাকে কোনোদিন কিছু দেননি। এটা শুনে আমিও চিন্তা করে দেখলাম, আসলেই তো তাকে কিছু দেওয়া হয়নি। সেজন্য তাকে এটা (উপহার) দেওয়া হয়েছে। কিন্তু এটা মিডিয়ায় আসলে তো…সবাই চাইবে। এটাই লাস্ট, আর কাউকে দেব না (হাসি)।’
তবে বোর্ড সভাপতির এই বিশেষ ‘উপহার’ হচ্ছে ১০ লাখ টাকা। ক্রিকেট বোর্ড এরই মধ্যে মুশফিকুর রহিমকে উপহার পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে। তবে আনুষ্ঠানিক ভাবে সেটা প্রকাশ করছে না বোর্ড।
ব্যাট হাতে দীর্ঘ দিন থেকেই বাংলাদেশের ব্যাটিং ভরসা মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রথম ‘ডাবল’ সেঞ্চুরিয়ান তিনি। বহু ম্যাচ জিতিয়েছেন লাল সবুজের ক্রিকেটকে। তবে অনেকটা আড়ালেই থেকে যায় তার পারফরম্যান্স। এবার বোর্ডের শীর্ষ কর্তা মুশফিকুর রহিমের অবদান সম্মাননা জানাচ্ছেন বিশেষ এই উপহারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































Discussion about this post