স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ও নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে প্রথম দিন আলোচনার খোরাক জুগিয়েছে মুশফিকুর রহিমের এক অদ্ভূত আউট। ব্যাট হাতে লড়াই করতে থাকা মুশফিক বিরল আউটের শিকার হয়েছেন। তবে এর দায়ভার এই তারকার নিজেরই।
৪১তম ওভারে কাইল জেমিসনের বলে ডিফেন্স করে সেই বল হাত দিয়ে ছুঁয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের ফিল্ডারদের আবেদনে আম্পায়াররা আউট ঘোষণা করেন। এতেই প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক।
কাইল জেমিইসনের ডেলিভারিতে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মুশফিক। বল তার ব্যাটে লাগার পর পপিং ক্রিজে ড্রপ করে আরও ডান দিকে সরে যাচ্ছিল। কিন্তু অপ্রয়োজনীয়ভাবে তখন ডান হাত দিয়ে বলটি আরও ঠেলে দেন মুশফিক। এরপর নিউজিল্যান্ডের পেসার জেমিইসন ও ফিল্ডারদের আবেদনে সাড়া দিয়ে অনফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত ঠেলে দেন টিভি আম্পায়ারের দিকে। রিপ্লে থেকে আউটের সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার।
স্টাম্পে লাগতে পারে, ভেবেই বলটি সরিয়ে দিচ্ছিলেন মুশফিক। তবে সেটি বেআইনি। যার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের শিকার হয়েছেন। এর আগে এই আউটের নাম ছিল ‘হ্যান্ডলড দ্য বল’। তবে সেটি পরিবর্তন হয়ে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ডে’ অন্তর্ভুক্ত হয়। নতুন নিয়মে প্রথম ব্যাটসম্যান হিসেবে মুশফিক আউট হলেন।
তার এই আউট নিয়ে দিনের খেলা শেষে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ। সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন, এটা ইচ্ছাকৃত ভুল ছিল না। খেলার পরিস্থিতিতে হয়ে গেছে। এসময় গেল বিশ্বকাপে সাকিব আল হাসানের করা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউটের কথাও তুলে আনেন মিরাজ।
মিরাজ বলেন, ‘খেলার পরিস্থিতিতে অনেক সময় ব্যাক অব দ্য মাইন্ডে অনেক কিছু থাকে। এটা ফ্লোতে চলে গেছে আমার কাছে মনে হয়, মুশফিক ভাই যেটা আউট হয়েছে। খেলার ফ্লোতে মনে করেন চলে গেছে।’
মিরাজ আরও বলেন, ‘আমরা বিশ্বকাপে একটা টাইমড আউট পেয়েছি। ওখানে টাইমড আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটার। আজকে মুশফিক ভাই যে আউটটা হলো, এটা তো ফ্লোতে হয়ে গেছে। আমি যখন ব্যাটিং করি, তখন একটা শট খেলার পর উইকেটে যখন বলটা আসবে, তখন কিন্তু অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় কী করতে হবে না করতে হবে। মুশফিক ভাই যেটা করেছে, এটা ফ্লোতে হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে করা হয়নি। সেটা করা হলে তো ব্যাটসম্যানের জন্য কঠিন, আউট হয়ে যাবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post