স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বসতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের আসর। মেজর লিগ ক্রিকেট (এমএলসি) নামের সেই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার শাদাব খান ও হারিস রউফ। তাদেরকে দলে নিয়েছে সান ফ্রান্সিসকো ইউনিকর্ন। ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিষয়টি।
সব ঠিক থাকলে আগামী ১৩ জুলাই পর্দা উঠবে এমএলসির। ৬ দলের লড়াই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ৩০ জুলাই। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মূহুর্তের প্রস্তুতি সারছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যারই ধারাবাহিকতায় দলকে শক্তিশালী করার জন্য এখনও ক্রিকেটার দলে নিচ্ছে।
পাকিস্তানের তারকা ক্রিকেটারদের খেলা নিয়ে শঙ্কা আছে। ফ্র্যাঞ্চাইজিগুলো বাবর আজম, শাহীন আফ্রিদিদের নিতে চাইলেও, বাঁধ সেজেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়ার জন্য পিসিবি শর্ত হিসেবে জুড়ে দিয়েছে, প্রত্যেক ক্রিকেটারের জন্য ২৫ হাজার মার্কিন ডলার করে দিতে হবে তাদেরকে। যার জন্যই থমকে যায় বিষয়টি।
তবে এসবের মাঝেই এবার দল পেলেন শাদাব ও হারিস। দুজনই একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবে। পাকিস্তানের গণমাধ্যম বলছে, পিসিবি থেকে নাকি অনাপত্তিপত্র দেওয়া হবে তাদেরকে খেলার জন্য। তবে এর জন্য কোনো আলাদা করে পিসিবিকে অর্থ দেওয়া হবে কিনা, সেই ব্যাপারে কিছু জানা যায়নি এখন পর্যন্ত।
শাদাব ও হারিসকে ঢেরায় ভেড়ানো সান ফ্রান্সিসকো তারকা সমৃদ্ধ দল। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যারন ফিঞ্চ। এছাড়া কোরে অ্যান্ডারসন, লিয়াম প্লাঙ্কেট, ম্যাথু ওয়েড, ফিন অ্যালেন, লুঙ্গি এনগিডির মতো ক্রিকেটাররা আছেন এই দলে। শাদাব ও হারিসের অন্তর্ভুক্তি তাদের শক্তি আরও বাড়িয়ে দিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post