স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টিনার মানুষের চেয়েও বেশি আগ্রহী বাংলাদেশীরা। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়কের জনপ্রিয়তা বাংলাদেশেই হয়তো সবচেয়ে বেশি। পৃথিবীর আর কোনো ফুটবলারের এতো সমর্থক হয়তো বাংলাদেশে নেই। এক্ষেত্রে তার শক্তি প্রতিপক্ষ কেবল নেইমারই হতে পারেন।
তবে গুগলের সার্চ ইঞ্জিনে মেসি এবং তার দল নিয়ে অনুসন্ধানে আর্জেন্টিনার চেয়েও বেশি সংখ্যা বাংলাদেশের। বিশ্বকাপ জয়ী তারকা পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে পাড়ি জমিয়েছেন। আমেরিকার মেজর সকার লিগের ক্লাবটিতেই খেলবেন তিনি।
অচেনা, অনেকটা অজানা ইন্টার মিয়ামি। মেসির ঘোষণার পরপরই ক্লাবটি সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠেন তার সমর্থকেরা। আর সেই তালিকায় আর্জেন্টিনার মানুষকেও পেছনে ফেলেছেন বাংলাদেশীরা। গুগল বলছে, সার্চ ইঞ্জিনে ইন্টার মিয়ামিকে সন্ধান করছেন সবচেয়ে বেশি বাংলাদেশের ইন্টারনেট ব্যবহকারীরা। বাংলাদেশীদের পরেই দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনার নেট ব্যবহারকারীরা।
ক্লাব বদল নিয়ে নানা আলোচনা-গুঞ্জনের মধ্যেই ৭ জুন মেসি জানিয়ে দেন তিনি আমেরিকায় পাড়ি জমাচ্ছেন। ফুটবলে ভিন্ন কিছুর অভিজ্ঞতা নিতে, নিজের পছন্দেই তিনি সকার লিগের ক্লাবটিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকেই ক্লাবটিকে জানতে আগ্রহী হয়ে উঠেন এদেশের সমর্থকেরা।
গুগল সার্চের পরিসংখ্যানের মানদণ্ড ধরা হয় ১০০ নম্বরে। বাংলাদেশ সেখানে শতভাগ মার্ক পেয়েছে। আর্জেন্টিনা পেয়েছে ১০০তে ৮৪। ইন্টার মিয়ামিকে জানতে তিন নম্বরে আছেন নেপালীরা। এরপরই হাইতি, আইভেরি কোস্ট। বুঝাই যাচ্ছে নেপাল, হাইতি, আইভেরি কোস্টেও প্রচুর মেসির ভক্ত রয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post