স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি পিএসজিকে বিদায় জানিয়েছেন। বিদায়ী ম্যাচেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক হেরেছে ক্লেরমঁ ফুতের বিপক্ষে। ফরাসি জায়ান্টদের হয়ে লিগ ওয়ান জেতা এই তারকা পাড়ি দিচ্ছেন সৌদী আরবে।
বন্ধু নেইমারের সঙ্গে জুটি বেঁধে ছিলেন মেসি। তবে যাত্রাটা খুব একটা সুখকর হয়নি। মেসি থাকাকালীন সময়ে খুব একটা খেলারই সুযোগ পাননি ব্রাজিলিয়ান তারকা। দুর্ভাগ্যেের ইনজুরি তাকে মাঠের বাইরে রেখেছে বেশি সময়। প্রিয় সতীর্থের বিদায়ে আবেগাপ্লুত নেইমার দিয়েছেন হৃদয় মর্মস্পর্শী বার্তা।
দুই তারকার সম্পর্কটা যে ভাইয়ের মতোই ছিলাে সেটাই নিজের বার্তায় জানিয়েছেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আবেগময়ী বার্তায় এক সঙ্গে আরো কিছু দিন না থাকার আক্ষেপ ঝড়েছে তার ব্রাজিলিয়ান তারকার কণ্ঠে।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে ভাই সম্বোধন করে নেইমার লিখেন, ‘ভাই আমার..আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি। কিন্তু আমরা চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরও ২ বছর কাটাতে পারাটা দারুণ ছিল। শুভকামনা তোমার নতুন মঞ্চে, ভালো থেকো। আমি তোমাকে ভালোবাসি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post