স্পোর্টস ডেস্ক:: সময় ঘনিয়ে আসছে ব্যালন ডি’অরের। ফুটবলারদের সবচেয়ে মর্যাদার এই ব্যক্তিগত পুরস্কার এবার কে জিতবেন? লিওনেল মেসি, আর্লিং হল্যান্ড নাকি কিলিয়ান এমবাপে। এ নিয়েই চলছে যতো জল্পনা-কল্পনা।
সাবেক ‘কিংবদন্তী’রা নিজেদের মতামত দিচ্ছেন। কে কার হাতে দেখছেন ব্যালন ডি’অর সেটাই জানাচ্ছেন। এবার ব্রাজিলিয়ান সাবেক কিংবদন্তী ফুটবলার রোনালদো নাজারিও জানালেন তার মতামত। তিনি ব্যালন ডি’অর দেখছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির হাতে।
ফিফা ব্যালন ডি’অর সর্বোচ্চবার জিতেছেন মেসি। সাতবারের চ্যাম্পিয়নের হাতে এবারো উঠতে পারেন সেরা ফুটবলারের পুরস্কারটি। এই মৌসুমে ব্যালন ডি’অর জেতার দৌড়ে আছেন তিনিই। বিশ্বকাপ জিতেছেন, এক জীবনের ফুটবলে ক্যারিয়ারে সব অসম্ভবই সম্ভব করেছেন। স্বাভাবিক ভাবেই তিনি উপরে থাকবেন পুরস্কারটি জেতার দৌড়ে।
আগামি ৩০ অক্টোবর প্যারিসে জানা যাবে কার হাতে উঠছে সেরা ফুটবলারের পুরস্কারটি। প্যারিস সেদিনই সেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে ব্যালন ডি’অর। ফিফার এই বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি দিয়ে থাকে ‘ফ্রান্স ফুটবল’।
সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও জানিয়েছেন মেসি জিততে চলছেন এই পুরস্কার। তিনি বলেন,’ আমি মনে করি তাকে মুকুট দেয়া হবে। সে বিশ্বকাপ জিতেছে, যা অনেক বড় টুর্নামেন্ট। কাতার বিশ্বকাপে মেসি ব্যতিক্রমী ফর্মে ছিলেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post