স্পোর্টস ডেস্কঃ জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে অনেক কিংবদন্তি ও তারকাদের সাতে কাঁধে কাধ মিলিয়ে মাঠ মাতিয়েছেন পাওলো দিবালা। আর্জেন্টিনা জাতীয় দলে পেয়েছেন লিওনেল মেসি, আনহেল ডি মারিয়াসহ অনেককেই। তাদের সাথে ২০২২ কাতার বিশ্বকাপও জিতেছেন তিনি।
আবার ক্লাব ফুটবলে দীর্ঘদিন জুভেন্টাসের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। সেখানে সতীর্থ হিসেবে পেয়েছেন গ্রহের আরেক সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। মেসি ও রোনালদো, দুজনকেই নিজের সেরা সতীর্থ হিসেবে রেখেছেন। এর পাশাপাশি আরও একজনকে রেখেছেন সেরা সতীর্থের তালিকায়, তিনি হলেন গঞ্জালো হিগুয়েন। যার সাথে ক্লাব ও জাতীয় দল দুটোতেই মাঠ মাতিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে দিবালা বলেন, ‘ফুটবল বিশ্বে আমার প্রিয় তিন সতীর্থ মেসি, রোনালদো ও হিগুয়েইন। ছোটবেলা থেকেই মেসির সাথে আমার খেলার স্বপ্ন ছিল, এখনও আমার অনুপ্রেরণা সে। তার সাথে বিশ্বকাপ শিরোপা জয় ভাগাভাগি করতে পারার স্মৃতি কখনোই ভুলব না আমি।’
রোনালদোকে নিয়ে দিবালা বলেন, ‘রোনালদো একজন চ্যাম্পিয়ন। জুভেন্টাসে তার সাথে খেলাটা অবাক করা এক ব্যাপার। তখন পর্যন্ত যা পেয়েছি, সেটা বিবেচনায় রাখলে নিজের পেশার প্রতি নিবেদন আর জয়ের তৃষ্ণার বিষয়টি আমি তার কাছেই শিখেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post