স্পোর্টস ডেস্কঃ রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের এই ম্যাচে নায়ক অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার ১৯১ রানের সুবাদে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ পেয়েছিল ৫৬৫ রানের বিশাল সংগ্রহ। লিড দাঁড়িয়েছিল ১১৭ রানের। এই লিডই বাংলাদেশকে জয় এনে দিতে বিশাল সহায়তা করেছে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলাররা রীতিমতো গলা চেপে ধরতে পেরেছিল মুশফিকের ব্যাট থেকে পাওয়া সাহসে ভর করে। যার ফলে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক পাকিস্তান। সেখানে জয়ের জন্য বাংলাদেশ লক্ষ্য পায় মাত্র ৩০ রান। ৬.৩ ওভার এবং বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ম্যাচ শেষে জয়ের জন্য দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন মুশফিক। সেই সঙ্গে ম্যাচসেরার পুরস্কার পাওয়া পুরো ৩ লাখ পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা) বাংলাদেশের বন্যার্তদের সহায়তায় দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে মুশফিক বলেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ। অবশ্যই এটি আমার সবচেয়ে ভালো ইনিংসগুলোর একটি। যেমনটি বললেন, বিদেশে তেমন ভালো করিনি। ফলে এটি আমাদের একটি লক্ষ্য ছিল দল হিসেবে, যাতে পারফর্ম করতে পারি, যাতে সবাই দেখে যে আমরা বিদেশে ব্যাটিংয়ে উন্নতি করছি।’ এরপর মুশফিক সঞ্চালক বাজিদ খানকে বলেন, ‘বাজিদ ভাই, আমার দলের অনুরোধে এই প্রাইজমানি বন্যার্তদের দান করতে চাই। আমি দেশের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে সবাই যাতে এগিয়ে আসে।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত আমার সেরা জয়ের একটি, কারণ প্রতিপক্ষের মাটিতে আমরা ভালো করছিলাম না। সবাই পাকিস্তানে খুব ভালো প্রস্তুতি নিয়েছে, দেশেও ভালো প্রস্তুতি নিয়েছে। সিরিজের আগে আড়াই মাসের একটা ফাঁকা সময় ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
































