স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে নেপাল। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে হিমালয়ের দেশটি। আসরে নিজেদের প্রথম ম্যাচে তারা স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিল। এবার ফিরল জয়ে।
টাকাসিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিং করতে নেমে যুক্তরাষ্ট্র মাত্র ১৮ রানে ৪ উইকেট হারায়। পঞ্চম উইকেটের পতন ঘটেছে ৬৫ রানে। সাতে নেমে যুক্তরাষ্ট্রকে একাই টেনে তোলেন শায়ান জাহাঙ্গীর। খেলেছেন অপরাজিত ১০০ রানের ইনিংস। ৭৯ বলে ১০ চার ও ৩ ছক্কায় এই ইনিংস সাজান তিনি।
দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান এসেছে সুশান্ত মদনির ব্যাটে। তাতে ২০৭ রানের পুঁজি পায় যুক্তরাষ্ট্র। নেপালের হয়ে লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে আগের ম্যাচের মতো এ ম্যাচেও উইকেট পাননি। ৪ উইকেট নেন করন কেসি। গুলশান ঝা নেন ৩ উইকেট। দীপেন্দ্র সিং নেন ২ উইকেট।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো পায়নি নেপাল। ভিম শর্কি ১১৪ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। তাতে ৪২ বল হাতে রেখে জিতেছে নেপাল। শর্কি ৭ চার ও ১ ছক্কায় এই ইনিংস সাজান। কুশল ভুর্তাল ও দীপেন্দ্র সিং ৩৯ রান করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post