স্পোর্টস ডেস্কঃ ভিসা জটিলতায় আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যেতে পারবে না নাইজেরিয়া। আফ্রিকার দলটির পরিবর্তে কোস্টারিকার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এএফএ জানিয়েছে, ২২ মার্চ ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে এল সালভাদরের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। চার দিন পর ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেস কলোসিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবেন মেসিরা।
আগামী জুনে যুক্তরাষ্ট্রেই বসবে কোপা আমেরিকা। মহাদেশীয় এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই আসর শুরুর আগে আরও দুটি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। যে দুই ম্যাচের তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ও গুয়াতেমালা। এ ম্যাচ দুটি বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে আগামী জুনে। আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডরের বিপক্ষে এবং ১৪ জুন ল্যান্ডওভারের ফেডেক্স ফিল্ডে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
এদিকে মার্চের প্রীতি ম্যাচে শুরুতে চীনে আর্জেন্টিনার দুটি ম্যাচ খেলার কথা ছিল নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে। কিন্তু গোলযোগ বাঁধে এই মাসের শুরুতে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির এশিয়া সফরে। চোটের কারণে হংকং একাদশের বিপক্ষে মায়ামির বহুল আলোচিত প্রীতি ম্যাচে খেলানো হয়নি মেসিকে। এতে ম্যাচ চলাকালীনই ক্ষোভ প্রকাশ করে দর্শকরা। যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে গোটা হংকংয়ে।
ওই ম্যাচের তিন দিন পর জাপান সফরে দেশটির ক্লাব ভিসেল কোবের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে ৩০ মিনিটের বেশি সময় খেলেন মেসি, তাতে হংকংয়ের দর্শকদের ক্ষোভ বাড়ে আরও। উত্তপ্ত ওই পরিস্থিতিতে চীনে নাইজেরিয়া ও কোত দি ভোয়ার বিপক্ষে ম্যাচ বাতিল করে দেয় আর্জেন্টিনা। গত সপ্তাহে জানানো হয়, যুক্তরাষ্ট্রে এল সালভাদর ও নাইজেরিয়ার বিপক্ষে খেলবে তারা। তবে এবার বদলে গেলো আরেক প্রতিপক্ষ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post