স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসিদের চীন সফর বাতিল। নতুন সূচি অনুযায়ী, আগামী মাসে নাইজেরিয়া ও এল সালভাদরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) এক বিবৃতিতে বলা হয়, সামনের ফিফা উইন্ডোতে ২৩ ও ২৬ মার্চ দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসিরা। এর মধ্যে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের বিপক্ষে ম্যাচটি হবে ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে। তিন দিন পর নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলোসিয়ামে।
এর আগে আগামী মাসে চীনে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছিল আর্জেন্টিনা। যেখানে প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া ও কোস্টারিকা। কিন্তু গোলযোগ বাঁধে এ মাসের শুরুতে মেসির ক্লাব ইন্টার মায়ামির চীন সফর নিয়ে। চীনের হাংঝুতে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল মেসিদের। কিন্তু হংকংয়ের ইন্টার মায়ামির প্রীতি ম্যাচে মাঠে নামেন নি মেসি। ফলে চরম ক্ষোভ প্রকাশ করেন হংকংয়ের দর্শকরা। যার রেশ পড়ে চীনে। উত্তপ্ত ওই পরিস্থিতিতে ম্যাচটি বাতিল করে দেয় দেশটির ক্রীড়া কর্তৃপক্ষ।
এদিকে আগামী জুন-জুলাইয়ে কোপা আমেরিকার আসর বসবে যুক্তরাষ্ট্রে। ২১ জুন উদ্বোধনী ম্যাচে নামবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হবে কানাডা-ত্রিনিদাদ প্লে-অফে জিতে আসা দল। গ্রুপে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের অপর দুই প্রতিপক্ষ চিলি ও পেরু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post