নিজস্ব প্রতিবেদক:: ফাইনালে যাওয়ার লড়াইয়ে চমকে দিলো সিলেট টাইটান্স। দারুণ বোলিংয়ে রংপুর রাইডার্সকে মাত্র ১১১ন রানেই আটকে দিয়েছে টাইটান্সরা। প্রথম এলিমিনেটর ম্যাচ জিততে সিলেটের করতে হবে মাত্র ১১২ রান।
বল হাতে দুর্দান্ত ছিলেন সিলেটের ঘরের ছেলে পেসার খালেদ আহমদ। একাই গুড়িয়ে দিয়েছেন রংপুরের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৪ রানেই শিকার করেছেন চারটি উইকেট। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ছিলেন সিলেটের অধিনায়ক মিরাজ।
টস হেরে ব্যাট করতে নামা রংপুরকে শুরু থেকেই চাপে ফেলেন সিলেটের বোলাররা। খালেদ, ক্রিস ওকসদের বোলিং তোপে রানের চাকা সচল করতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেছেন মাহমুদউল্লাহ। দুটি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন ২৬ বলের ইনিংসে। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেছেন খুশদিল শাহ। ১৮ রান করেছেন নুরুল হাসান সোহান।
সিলেটের হয়ে খালেদ ৪টি, ক্রিস ওকস ও নাসুম ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































