স্পোর্টস ডেস্কঃ একমাত্র টেস্ট খেলতে এখন বাংলাদেশ সফরে রয়েছে আফগানিস্তান দল। মিরপুরের হোম অব ক্রিকেটে আগামী ১৪ জুন থেকে শুরু হবে লাল বলের লড়াই। তবে সেই ম্যাচ খেলতে বাংলাদেশে আসেননি আফগান দলের সবচেয়ে বড় তারকা রশিদ খান। ইনজুরির কারণে মূলত খেলতে পারবেন না তিনি।
রশিদ খান নেই, তাই নিশ্চিতভাবে বড় ধাক্কা খেয়েছে আফগানিস্তান দল। সেটি মানছেন দলের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদীও। তবে রশিদকে ছাড়া চ্যালেঞ্জিং দেখলেও, খুব বেশি দুঃশ্চিন্তার কারণ দেখছেন না তিনি। জানিয়েছেন, দলে ভালো বোলার আছে। যারা কিনা ম্যাচ জেতানোর মতো সামর্থ্য রাখে।
হাশমতউল্লাহ বলেন, ‘কিছুটা চ্যালেঞ্জিং তো আছেই (রশিদ খান নেই বলে)। সবাই জানে, সে আমাদের অন্যতম মূল বোলার। টেস্টে সে অতীতে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলারও আছে, অন্য অপশন আছে। তারাও ভালো খেলবে ইনশাআল্লাহ্।’
আফগানিস্তানের যেমন রশিদ খান নেই, তেমনই বাংলাদেশ দলেও সাকিব আল হাসান নেই। টাইগারদের নিয়মিত অধিনায়কও ইনজুরির কারণে খেলতে পারছেন না। সেটাও বেশ ভালোই জানা আছে হাশমতউল্লাহর। মিরপুরের ঘাসের উইকেট দেখেছেন, যেখানে খেলা হবে ধারণা নিয়েছেন। সেই অনুযায়ীই পরিকল্পনা সাজাবেন তারা।
এই প্রসঙ্গে হাশমতউল্লাহ বলেন, ‘সাকিবও বিশ্রামে, রশিদও বিশ্রামে। আগে যেটা বলেছি, আমাদের আরও ভালো বোলার আছে। ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। আজ উইকেট দেখলাম, ঘাস আছে। আমাদের ভালো পেসার আছে, স্পিনারও আছে। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব। সবকিছুর জন্যই প্রস্তুত আছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post