স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটের সঙ্গে রাজনীতির মিশ্রণ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান। এই উইকেটকিপার ব্যাটার আহ্বান করেন ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে না চালানোর। সোহান বলেন, ‘সক্রিয়ভাবে রাজনীতি করে জাতীয় দলে খেলা কখনোই উচিত নয়। রাজনীতি একটা বড় ব্যাপার। রাজনীতির মাঠে থেকে জাতীয় দলে সেরকম সময় দেওয়া কঠিন। কারো যদি রাজনীতি করার ইচ্ছে হয়, তাহলে তার খেলা থেকে অবসরের পর করা উচিত।’
বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় দুই মুখ মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। দুজনের কেউই এখন পর্যন্ত অবসর ঘোষণা করেননি। মাশরাফী দীর্ঘদিন জাতীয় দলের হয়ে না খেললেও সাকিব খেলেছেন নিয়মিত। দুজনেই সদ্য পতন হওয়া সরকারের সংসদ সদস্য। সোহানের এমন বক্তব্য স্বাভাবিকভাবেই ইঙ্গিত করা হয়েছে মাশরাফী-সাকিবকে।
সোহানের দাবি, বিসিবিতে রাজনৈতিক পরিচয়ধারীদের অবস্থানই অধিকাংশে দায়ী। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত। ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। এখানে এসে মোটা অঙ্কের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন, এমন ব্যক্তিগতদের বোর্ডে না আসাই ভালো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































