স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় অনুষ্টিত অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে রাজশাহী বিভাগীয় অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন সিলেট বিভাগীয় অনূর্ধ্বং-১৬ দলের ব্যাটসম্যান আহনাফ। তার সেঞ্চুরির পর বল হাতেও দুর্দান্ত দিন কাটিয়েছে সিলেট বিভাগীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল।
রংপুর ক্রিকেট গার্ডেনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিলেট। ব্যাট করতে নেমে আহনাফের সেঞ্চুরিতে ৭৫ ও্ভারে ১৯৭ রান তুলে অলআউট হয় সিলেট। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ১০২ রান করেন আহনাফ। ১৮৪ বলের ইনিংসে তিনি এগারো চার ও তিন ছক্কা হাঁকান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেছেন অধিনায়ক আশরাফুল মিয়া। ২২ রান করেছেন দিব্যরাজ সেনাপতি।
রাজশাহীর হয়ে শামস তৌফিক ৫টি ও শিহাব আহমদ ৩টি করে উইকেট লাভ করেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা রাজশাহী সিলেটের বোলিং তোপে পড়ে। দ্বিতীয় দিন শেষে রাজশাহী ২৩ রান তুলতেই হারিয়েছে তিন উইকেট। ১১ রান করেছেন আকাশ রায়। ৪ রানে অপরাজিত আছেন রাফি। আগামিকাল বুধবার তৃতীয় দিন আবারো ব্যাট করতে নামবে রাজশাহী।
সিলেটের হয়ে তামিম, শিশির ও তানভীর ১টি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০