স্পোর্টস ডেস্কঃ প্রতিটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে মূল আকর্ষণের কেন্দ্রে থাকে সেই দেশের জাতীয় দলে খেলা তারকা ক্রিকেটাররা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এর ব্যতিক্রম না। বর্তমান সময়ে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত বড় তারকাদের ঘিরে আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে। তবে এবারের আইপিএলের ফাইনালে সেটা দেখা যাচ্ছে না। কারণ, বড় তারকাদের কেউই নেই ফাইনালে।
রোববার রাতে আইপিএলের ২০২৪ মৌসুমের ফাইনালে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। টুর্নামেন্টের দুই সেরা দলের মধ্যকার গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দুই মাসের অধিক ধরে চলা আসরের। কলকাতার তৃতীয় না-কি হায়দ্রাবাদের দ্বিতীয় শিরোপা, সেটার উত্তর বলবে সময়ই।
তবে সেই ফাইনালে খেলছেন না ভারতের বড় কোনো তারকা। দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর বিশ্বকাপ দলে ডাক পাওয়া ১৫ জন ক্রিকেটারের কেউই নেই আইপিএলের ফাইনালে। কলকাতা ও হায়দ্রাবাদ, এই দুই দল থেকে কেউই ডাক পাননি বিশ্বকাপের মূল দলে। যার ফলে তারকাহীন থাকছে আইপিএলের ফাইনাল। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বড় তারকা হিসেবে আছেন জাতীয় দলে খেলা কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ার, এছাড়া রিঙ্কু সিং ও ভুবনেশ্বর কুমার। তবে কারোরই বিশ্বকাপের মূল দলে জায়গা হয়নি।
যদিও ফাইনালে চোখ থাকবে কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটারদের দিকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী দুই খেলোয়াড় মিচেল স্টার্ক (২৪ কোটি ৭৫ লাখ রুপি) কলকাতার হয়ে ও প্যাট কামিন্স (২০ কোটি ৫০ লাখ রুপি) হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতাবেন ফাইনালে। একদিকে আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের মতো ক্যারিবিয়ান তারকা আছেন, আরেকদিকে আছেন ট্রেভিস হেড, হেনরিখ ক্লাসেনরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post