স্পোর্টস ডেস্ক:: বর্ণবাদী আচরণের প্রতিবাদে রাতে আবারো মাঠে নামছে ব্রাজিল। লিসবনে এবার সেলেসাওদের প্রতিপক্ষ সাদিও মানেদের সেনেগাল। ব্রাজিল ফুটবল ফেডারেশন আগেই জানিয়েছে বর্ণবাদী আচরণের প্রতিবাদে আফ্রিকার দু’টি দেশের বিপক্ষে খেলবে তারা।
প্রথম ম্যাচ খেলেছে গিনির বিপক্ষে। প্রতিবাদের কালো জার্সিতে খেলা ম্যাচটি ব্রাজিল জিতেছে ৪-১ গোলের ব্যবধানে। এবার সেলেসাওদের প্রতিপক্ষ সেনেগাল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপের পর টানা দুই ম্যাচ হারা ব্রাজিল গিনির বিপক্ষে জয়ে ফিরেছিলো। এবার সেনেগালের বিপক্ষেও জয় চাইছে অ্যালিসন বোকার, ভিনিসিউস জুনিয়ররা। রাতের ম্যাচে ব্রাজিলের একাদশে রদ্রিগোকে নাও দেখা যেতে পারে। রিয়াল তারকা চোটে ভুগছেন। তার বদলে একাদশে আসতে পারেন ম্যালকম।
ম্যাচের আগের দিন ব্রাজিলের সংবাদ সম্মেলনটি ছিলো নতুন কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে। তবে সংবাদ সম্মেলনে আসা সেলেসাওদের অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনজসে জানিয়েছেন, কোচ নিয়ে ভাবনা নেই তার। তিনি ভাবছেন তার দল নিয়েই, সেনেগালের বিপক্ষে ম্যাচ নিয়েই।
সংবাদ সম্মেলনে আসা দলের মিডফিল্ডার লুকাস পাকেতাও কোচ ইস্যুতে কথা বলেন। এই মিডফিল্ডার বলেন, নতুন কোচের ইস্যুটি দলে কোন প্রভাব ফেলছে না। এটা সত্যি সম্ভাব্য কোচ নিয়ে নিজেদের মধ্যে কথা হয়। তবে নিজেদের কাজের ব্যাপারে আমরা সচেতন।’
বর্ণবাদ ইস্যুতে কথা বলেন সেনেগালের কোচ অ্যালিউ সিসে। বর্ণবাদী আচরণ দুঃখজনক জানিয়ে তিনি বলেন, ‘একুশ শতকে এমন বর্ণবাদী আচরণ সত্যি দুঃখজনক। তবে আমরা জানি, আমরা কে? কোথা থেকে এসেছি। স্টেডিয়ামে আসা পুরো ৪০ হাজার দর্শকও যদি আমাকে উদ্দেশ্য করে বানর বলে তাতে আমার কিছু যায় আসে না। কালো হয়ে আমি গর্বিত।’
সেনেগালের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:: অ্যালিসন, ভ্যান্ডারসন, মারকুইনহোস, মিলিতাও, লুকাস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, পাকুয়েতা, রদ্রিগো/ম্যালকম, রিচার্লিসন ও ভিনিসিয়ুস জুনিয়র।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post