স্পোর্টস ডেস্ক:: নেইমার-ভিনিসিউস জুনিয়রদের কোচ হলেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল ফেডারেশণ (সিবিএফ) আনচেলত্তিকেই দায়িত্ব দিচ্ছে জাতীয় দলের। সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেস বিষয়টি নিশ্চিত করেছেন।
কাতার বিশ্বকাপের পরপরই বরখাস্ত হন ব্রাজিলের কোচ তীতে। এরপর থেকে অন্তবর্তীকালীন কোচ দিয়ে চলছে দলটি। ব্রাজিলের কোচের সন্ধানও করে বেশ। তবে শেষ পর্যন্ত আনচেলত্তি রাজি হলেন নেইমারদের দায়িত্ব নিতে।
আন্তর্জাতিক গণমাধ্যম ‘রেডে গ্লোবো’কে দেওয়া এক সাক্ষাৎকারে সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেস নতুন কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এই মূহুর্তে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন না আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষেই তিনি নেইমারদের দায়িত্ব নেবেন। আগামি বছরের অর্থাৎ ২০২৪ সালের ৩১ জুন রিয়ালের ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হবে এই কোচের। এরপরই তিনি ব্রাজিলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন।
তবে ব্রাজিল ফুটবল ফেডারেশন এখনি আনুষ্ঠানিক কোনে ঘোষণা দিচ্ছে না। ফিফার নিয়ম অনুযায়ী কোনো দলের সঙ্গে অন্তত এক বছরের চুক্তি থাকাকালীন অবস্থায় অন্য কোনো দলের সঙ্গে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ নেই।
তবে আগের চুক্তির শেষের ছয় মাস আগে নতুন চুক্তি বা চুক্তি নবায়ন করা যাবে। সেই হিসেবে আগামি বছরের জানুয়ারিতে ব্রাজিলের সঙ্গে আনচেলত্তির চুক্তির বিষয়টি প্রকাশ করা হবে। যার কারণে ব্রাজিল ও কার্লো আনচেলত্তির মধ্যে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়ে গেলেও তা এখনি প্রকাশ্যে আসছে না।
আগামি বছরের কোপা আমেরিকার আগেই ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের এই কোচকে শেষ পর্যন্ত রাজি করিয়েই ছাড়লো ব্রাজিল। এর আগ পর্যন্ত অন্তবর্তীকালীন কোচ নিয়েই চলবে ব্রাজিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post