স্পোর্টস ডেস্কঃ আরেকটি রুদ্ধশ্বাস মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে হারাল অ্যাথলেটিকো মাদ্রিদ। কোপা দেল রের শেষ ষোলোয় কার্লো আনচেলত্তির দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। গত রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোর ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ এ সমতা ছিল। অতিরিক্ত সময় শেষে ৪-২ ব্যবধানে জিতেছে দিয়েগো সিমেওনের দল।
ঘরের মাঠে ৩৯তম মিনিটে স্যামুয়েল লিনোর গোলে লিড তুলে নেয় অ্যাথলেটিকো। রদ্রিগো ডি পলের ক্রস গোল বারের সামনে থেকে হেডে ক্লিয়ার করার চেষ্টা করেন রিয়ালের ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি পেয়ে যান বাঁ প্রান্তে অরক্ষিত থাকা লিনো। এগিয়ে এসে অ্যান্দ্রি লুনিন বল গ্লাভসবন্দি করার আগে আলতো ছোঁয়ায় জালে জড়ান লিনো।
সমতায় ফিরতে বেশি দেরি করেনি রিয়ালও। অবশ্য ভুলের খেসরাত দিয়েছেন অ্যাথলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক। ডি-বক্সের বাইরে থেকে লুকা মদ্রিচের ক্রস লাফিয়ে ক্লিয়ার করতে গিয়ে উল্টো জালে জড়িয়ে বসেন তিনি। দ্বিতীয়ার্ধে আবারও পিছিয়ে পড়ে রিয়াল। ৫৭ মিনিটে আলভারো মোরাতা সুযোগ বুঝে বল লুফে নিয়ে জালে জড়ান। ম্যাচের ৮২তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। বক্সে জুড বেলিংহ্যামকে পাস দেন ভিনিসিউস জুনিয়র। ইংলিশ মিডফিল্ডার গোলের জন্য শট না নিয়ে আলতো ক্রস বাড়িয়ে দেন হোসেলুর উদ্দেশে। দারুণ হেডে ঠিকানা খুঁজে নেন তিনি।
এরপর নির্ধারিত সময়ের খেলায় আর কেউ গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত মিনিটে। গত সপ্তাহে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্রয়ের পর অতিরিক্ত মিনিটে জোড়া গোলে ৫-৩ ব্যবধানে জয় তুলে নিয়েছিল রিয়াল। এবার ঘটল উল্টোটা। রিয়াল জালের দেখা না পেলেও অঁতোয়ান গ্রিজমান ও রদ্রিগো রিকেলমের নৈপুণ্যে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় অ্যাথলেটিকো।
Discussion about this post