স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদোর ‘ডাবল’ সেঞ্চুরির ম্যাচ। অথচ গোল হচ্ছিলো না। অন্তিম সময়ে দারুণ এক গোলে ২০০তম ম্যাচ রাঙালেন পর্তুগিজ তারকা। তার গোলেই জিতলো পর্তুগালও।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই আইসল্যান্ডের বিপক্ষে রোনালদোর একমাত্র গোলে পর্তুগাল জিতলো ১-০ গোলে। বিশ্ব ফুটবলে একমাত্র ফুটবলার হিসেবেই সিআর সেভেনই খেললেন ২০০তম আন্তর্জাতিক ম্যাচ।
রোনালদোর এমন মাইল ফলকের ম্যাচটির প্রথমার্ধ মন ভরাতে পারেনি সমর্থকদের। ম্যাড় ম্যাড়ে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। আইসল্যান্ড নিজেদের রক্ষণ ভাগকে আগলেও রাখলেও আক্রমণে উঠতে পারেনি খুব একটা। পর্তুগালও গোল আদায় করতে পারেনি। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।
বিরতির রবার্তো মার্টিনেজের দল গোলের জন্য মরিয়া হয়ে উঠে। তবে কাঙ্খিত গোল যেনো হচ্ছিলো না। সমর্থকদের মনে শঙ্কা জাগে সুপার স্টার রোনালদোর ‘ডাবল’ সেঞ্চুরির ম্যাচ কি তবে গোল ছাড়াই শেষ হবে। গোল শুন্য সমতার পথেই এগুচ্ছিলো ম্যাচ।
ফুটবলের রেকর্ড ভাঙা গড়ার খেলা করা রোনালদো তার দুইশোতম ম্যাচটি নিষ্প্রান হতে দেননি। শেষ মূহুর্তে জয়ের নায়ক তিনিই। ৮৯তম মিনিটে সিআর সেভের করা একমাত্র গোলেই পর্তুগাল ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই ‘রেকর্ড’ গড়েন পর্তুগিজ সুপার স্টার। ম্যাচ শুরুর আগে আয়োজকেরা ফুলেল ভালোবাসায় সিক্ত করেন এই তারকাকে।
একই সঙ্গে রোনালদোর হাতে তুলে দেওয়া হয় গিনেস বুক রেকর্ডের সনদও। পর্তুগালের জার্সিতে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই সিআর সেভেন এই রেকর্ডের মালিক হন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post