স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদো এবার জাতীয় দলের জার্সিতে গড়লেন ‘রেকর্ড’। বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে দু’টি ‘রেকর্ড’ গড়েছেন সিআর সেভেন। বিশ্বকাপ বাছাইয়ে যৌথ ভাবে সর্বোচ্চ গোলদাতার মালিক তিনি। একই সঙ্গে পর্তুগালের জার্সিতেও সর্বাধিক গোলের রেকর্ড তার দখলে।
গত রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে গোল করে তিনি হয়ে গেলেন বিশ্বকাপ বাছাইয়ে যৌথ সর্বোচ্চ গোলদাতা। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে বাছাই পর্বে ৩৯তম গোল পূর্ণ করেন তিনি। গুয়াতেমালার কার্লোস রুইসের সমতায় উঠে এলেন।
এই গোলের পর রোনালদোর জাতীয় দলের হয়ে গোল সংখ্যা দাঁড়াল ২২৩ ম্যাচে ১৪১টিতে। পুরুষ ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোল এখন তার। বিশ্বকাপ বাছাইয়ে হাঙ্গেরির বিপক্ষে অবশ্য শুরুতে পিছিয়ে পড়ে পর্তুগাল। ২১ মিনিটে বারনাবাস ভার্গা গোল করে এগিয়ে দেন হাঙ্গেরিকে। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। ম্যাচের ৩৬ মিনিটে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা গোল করে সমতায় ফেরান পর্তুগালকে।
বিরিতর পর রোনালদো গোল করে ‘রেকর্ডে’ নাম লেখান। ৫৮তম মিনিটে রোনালদোর পেনাল্টি গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে ৮৪ মিনিটে আবারও ভার্গার গোলে সমতায় ফেরে হাঙ্গেরি। ম্যাচ যখন ড্র-এর দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ৮৬ মিনিটে হোয়াও ক্যানসেলোর গোল পর্তুগালকে এনে দেয় নাটকীয় জয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০