নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের চলতি আসরে প্রথমবার দুইশো পার স্কোর দাঁড় করাল রংপুর রাইডার্স। শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নির্ধারিত ওভারে ২১১ রান করেছে নুরুল হাসান সোহানের দল। ব্যাট হাতে ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন দলটির নতুন দুই বিদেশি- রেজা হেন্ড্রিক্স ও জিমি নিশাম।
ওপেনিংয়ের সঙ্গী রনি তালুকদার ১৭ বলে ২৪ রান করে আউট হলেও রেজা টিকে থেকে দলের সংগ্রহ শতরান পার করে দেন। ওয়ান ডাউনে নেমে তার সঙ্গে ৬০ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৭ রান করেন টাইগার অলরাউন্ডার। এ ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।
এদিন মাঠে নামার আগে সাকিবের প্রয়োজন ছিল মাত্র ৮ রান। ৩৮৭ ইনিংসে ২১ এর ওপর গড়ে এ সংস্করণে এখন তার রান দাঁড়িয়েছে ৭০১৯। তিনি আউট হওয়ার পর ক্রিজে থাকতে পারেননি রেজাও। এক বলের ব্যবধানে ১২তম ওভারে সালাউদ্দিনের দ্বিতীয় শিকার হন তিনি। ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রান আসে তার ব্যাট থেকে। এরপর ক্রিজে নেমে চট্টগ্রামের বোলারদের আর কোনো উইকেট নিতে দেননি নুরুল হাসান সোহান ও নিশাম। শেষ ৪৫ বলে ঝড় তুলে তারা দলকে এনে দেন ৮৯ রান।
তাতে চলতি বিপিএলে প্রথমবার কোনো দল হিসেবে রংপুর সংগ্রহটা দুইশ ছাড়িয়েছে। ৫ চার ও ৩ ছক্কায় ২৬ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন প্রথম বিপিএল খেলতে আসা নিশাম। ২১ বলে ২ চার ও ১ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন সোহান। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সালাউদ্দিন শাকিল। ১ উইকেট নেন নিহাদুজ্জামান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post