স্পোর্টস ডেস্ক:: উয়েফা ‘কঠিন’ শাস্তি দিলো জোসে মরিনিওকে। ইউরোপা লিগের ফাইনালের দিন এই কোচ চড়াও হয়ে ছিলেন রেফারির উপর। ইতালিয়ান ক্লাব রোমার এই কোচ আগামি চার ম্যাচ ডাগআউটে দাঁড়াতে পারবেন না।
ফাইনালের দিন রেফারিকে বেশ কয়েক দফা গালাগালি করেন রোমার কোচ জোসে মরিনিও। শাস্তি যে তিনি পাবেন সেটা অনুমিতই ছিলো। এবার উয়েফা কর্তৃপক্ষ জানালো, শাস্তি হিসেবে চার ম্যাচ নিষিদ্ধ থাকবেন তিনি। আগামি ম্যাচ থেকেই কার্যকর হবে কোচের শাস্তি।
শুধু কোচ নয়, স্প্যানিশ ক্লাবটিকেও শাস্তি দিয়েছে উয়েফা। রোমাকে শাস্তি হিসেবে ৫৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী অ্যাওয়ে ম্যাচে ক্লাবটি বিক্রি করতে পারবে না তাদের কোটার কোনো টিকিট।
গত মাসের শেষ দিকে ইউরোপা লিগ ফাইনালে সেভিয়ার মুখোমুখি হয় রোমা। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে সেভিয়ার পেনাল্টি বক্সে এক ডিফেন্ডারের হাতে বল লাগলেও রেফারি কেন পেনাল্টি দেননি, তা নিয়ে ক্ষোভ ঝাড়েন মরিনিও। গালাগালি করেন রেফারিকে। যার কারণে ইংলিশ রেফারি অ্যান্থনি টেইলর তাঁকে হলুদ কার্ড দেখান। এবার পেলেন বড় শাস্তি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post