স্পোর্টস ডেস্কঃ তার্কিশ ক্লাব আঙ্কারাগুজু ক্লাবের সভাপতি ফারুক কোজা ম্যাচ শেষে প্রধান রেফারিকে ঘুষি মারার ঘটনায় সরাসরি জড়িত। গত সপ্তাহে আঙ্কারায় মুখোমুখি হয়েছিল আঙ্কারাগুজু ও রিজেসপোর। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আঙ্কারাগুজু ক্লাবের প্রধান ফারুক রেফারি হালিল উমুত মেলেরের মুখে ঘুষি মারেন। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান এই রেফারি। ঘুষি খেয়ে পড়ে যাওয়ার পরও আবার আঘাত করা হয় তাঁকে।
আঙ্কারাগুজু ক্লাবের সভাপতি ফারুককে এরপর গ্রেফতার করে তুর্কির পুলিশ। তার সঙ্গে ওই ঘটনার সঙ্গে জড়িত আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়। এবার অভিযুক্তদের বড় শাস্তির মুখোমুখি হতে হয়েছে। ফারুককে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে টার্কিশ ফুটবল ফেডারেশন (টিএফএফ)। সভাপতিকে নিষিদ্ধ করা ছাড়াও ক্লাব আঙ্কারাগুজুকেও শাস্তি দিয়েছে সংস্থাটি। নিজেদের সমর্থক ও ক্লাব অফিসিয়ালদের নিয়ে ‘অস্থিতিশীল পরিবেশ’ তৈরি করার দায়ে টার্কিশ ফুটবলের সুপার লিগের ক্লাবটিকে ৬৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
এছাড়া ঘরের মাঠে আঙ্কারাগুজুকে পাঁচ ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য গ্যালারিতে। ওই ঘটনার কারণে ক্লাবটির আরও কয়েকজন অফিসিয়ালকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি জরিমানা করেছে সংস্থাটি। কয়েকজনকে করা হয়েছে সতর্ক। ঘটনার পরপরই অনির্দিষ্টকালের জন্য লিগের সব ম্যাচ স্থগিত করে কর্তৃপক্ষ। আর তার পরদিন কোচাকে গ্রেপ্তার করা হয়। এক সপ্তাহ স্থগিত থাকার পর আগামী মঙ্গলবার লিগ মাঠে ফেরানোর সিদ্ধান্ত জানিয়েছে টিএফএফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post