স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির কাছে কত জনেই কত সখ থাকে। এক নজর দেখার, কাছে গিয়ে স্পর্শ করার। সবার সেই সখ পূরণ হয় না। অনেকের ইচ্ছে পূরণ হয়তো হবেও না। তবে একজন রেফারির ইচ্ছে পূরণ করলেন এই তারকা।
চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগেই লিওনের মেসির কাছ থেকে নিজের ইচ্ছে পূরণ করে নেন রেফারি জং ফেই। ম্যাচ শুরুর আগেই এই রেফারি বিশ্ব ফুটবলের এই বড় তারকার কাছে তার অটোগ্রাফ চান। তিনিও নিরাশ করেননি। টানেলে গিয়ে রেফারির ইচ্ছে পূরণ করেন।
টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চীনের বেইজিংয়ে ম্যাচ শুরুর আগে ম্যাচের সহকারী রেফারি জং ফেই মেসির কাছে অটোগ্রাফ চান। এসময় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা টানেলে গিয়ে ফেইয়ের স্বপ্ন পূরণ করেন।
ম্যাচটিতে অস্ট্রেলিয়া ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফিফা প্রীতি ম্যাচটি শুরুর মিনিট দু’একের মধ্যেই গোল করেন মেসি। পরে ব্যবধান বাড়ান জার্মান পেজেলো। সকারুদের হারিয়েই প্রীতি ম্যাচটি শেষ করে আর্জেন্টাইনরা। আগামি ১৯ জুন ইন্দোনেশিয়ায় আরেকটি প্রীতি ম্যাচ আছে লিওনেল স্কালোনির দলের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post